বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ছেলেকে নিয়ে রাজ-শুভশ্রীর মালদ্বীপ যাত্রা

টালিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর সংসারে তিনি এক পুত্রের জননী। গত বছর ১২ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দেন শুভশ্রী। ছেলের নাম রেখেছেন ইউভান।

সম্প্রতি সন্তানের প্রথম জন্মদিন পালন করেছেন তারা। এবার তাকে নিয়ে প্রথমবার বিদেশ গেলেন এই তারকা দম্পতি।

করোনার কারণে জন্মের পর খুব একটা বাইরের আলো বাতাস দেখার সুযোগ হয়নি ছোট্ট ইউভানের। তাই এবার সুযোগ পেয়ে বিমানবন্দরে দিব্যি হেঁটে বেড়িয়েছে সে। পেছন পেছন ছুটেছেন মা শুভশ্রী। আর সে সময়কার একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন রাজ।

জন্মের আগে থেকেই সামাজিক মাধ্যমে তারকায় পরিণত হয়েছেন ইউভান। তার প্রতিটা মুহূর্ত উপভোগ করেন নেটিজেনরা। আর এই ভিডিওটিতেও সবার ভালোবাসা পাচ্ছে ইউভান।

ক্যারিয়ার শুরুতে দেবের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন শুভশ্রী। সেই সম্পর্ক ভেঙে গেলে তিনি রাজ চক্রবর্তীর প্রেমে পড়েন। এরপর ২০১৮ সালে বিয়ে করেন তারা। রাজের অবশ্য এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর বেশ সংসারী হয়েছেন শুভশ্রী।

এমআই/এলএ/জেআইএম



Advertiser