বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

পুলিশের ওপর হামলা: জবির ৪ শিক্ষার্থীসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর সূত্রাপুর থানা পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চার শিক্ষার্থীসহ পাঁচজনকে আসামি করা হয়। এছাড়া ১৯ জনকে সাক্ষী করা হয়েছে।

আসামিরা হলেন—বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাদিক হৃদয়, নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ওরফে সিফাত, সাজেদুল ইসলাম ওরফে নাঈম, প্রাণীবিদ্যা বিভাগের মো. সোহানুর রহমান ও জনৈক জয় দাস।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত ৬ মে মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক আগামী ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেছেন।

পুলিশের ওপর হামলার অভিযোগে গত ২৯ জানুয়ারি সকালে সূত্রাপুর থানায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) এজাজ আহমেদ রুমি নামে একজন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৮ জানুয়ারি রাতে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পূর্বের ঘটনার জের ধরে সূত্রাপুর থানা ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার উদ্দেশ্যে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ও দোকান ভাংচুর করছিল। এসময় মামলার বাদী ও সূত্রাপুর থানার এসআই এজাজ আহমেদ রুমি ও তার সঙ্গীয় ফোর্স তাদের গাড়ি ও দোকান ভাংচুরে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে তারা।

জেএ/এএএইচ/এএসএম



Advertiser