শনিবার, ২ অক্টোবর, ২০২১

‘ইলিশ আসবে আসবে বলে অবরোধই এসে গেলো’

‘সাগরে গত ১৫ বছর ধরে মাছ ধরি কিন্তু এ বছরের মত খারাপ সময় কখনোই হয়নি। শুক্রবার (১ অক্টোবর) সকালে সাগরে গিয়ে বিকেলে ফিরছি, নৌকায় চার জেলে ৩২টি জাল তুলে মাত্র ৯টি ইলিশ পেয়েছি। এ দিয়ে কি করব? তেল কিনবো নাকি বাজার সদায় কিনবো’- এমন আক্ষেপ করে কথাগুলো বলেন পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন হোসেন পাড়ার জেলে আবুল কালাম।

তিনি আরও জানান, গত দুইমাস আগে গেছে ৬৫ দিনের অবরোধ। এরপর থেকে কয়েক দফায় আবহাওয়া খারাপ হলেও ফাঁকে ফাঁকে সাগরে গেছি। তবে কাঙ্ক্ষিত মাছের দেখা পাইনি। ৪ অক্টোবর থেকে আবার ২২ দিনের অবরোধ শুরু হচ্ছে। এখন দেখছি ভিটা বাড়ি বিক্রি করে ধার দেনা শোধ দিতে হবে।

jagonews24

জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়ায় সাড়ে বাইশ হাজার নিবন্ধিত ও পাঁচ হাজার অনিবন্ধিত জেলে রয়েছে। বছরের জৈষ্ঠ্য থেকে আশ্বিন মাস পর্যন্ত ইলিশের মৌসুম ধরা হয়। জেলেরা বছরের বাকি মাসগুলো ধারদেনা করে মাছ ধরার সরঞ্জাম ও সংসার চালায়। ইলিশের মৌসুমে বছরের ধারদেনা পরিশোধ করে। কিন্তু এ বছরের চিত্রটা পুরো উল্টো। আগের ধারদেনা পরিশোধ তো দূরের কথা এখন নতুন করে দেনা করতে হচ্ছে তাদের।

কক্সবাজার, ভোলা, চাঁদপুর ও বরগুনার মৎস্য বন্দরে ইলিশের দেখা মিললেও পটুয়াখালীর বড় দু'টি মৎস্য বন্দর মহিপুর-আলীপুরের চিত্র ভিন্ন। মহিপুর, আলীপুর ও কুয়াকাটা অঞ্চলের যেসব জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরে তাদের মধ্যে শতকরা ৩০ ভাগ কাঙ্ক্ষিত ইলিশ পেয়েছে।

jagonews24

আলীপুর মৎস্য বন্দরের মনি ফিসের ব্যবস্থাপনা পরিচালক আ. জলিল জানান, সমুদ্রে শতাধিক মাছ ধরার ট্রলার রয়েছে। এরমধ্যে ২৫-৩০ ট্রলার যে মাছ নিয়ে আসে তাতে কিছুটা লাভ হয়। কিন্তু বাকি ট্রলারগুলোতে প্রতিনিয়ত লোকসান হচ্ছে।

কুয়াকাটা সংলগ্ন ঝাউবন এলাকার জেলে সত্তার ঘরামি বলেন, ইলিশ আসবে আসবে বলে অবরোধই এসে গেলো। কিন্তু মাছের দেখা পাইনি।

jagonews24

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জাগো নিউজকে বলেন, চলতি বছর জেলেরা ৭৩ দিন মাছ ধরার সময় পেলেও বৈরী আবহাওয়ার কারণে মাত্র ২৪ দিন মাছ ধরতে পেরেছে। এটা জেলেদের জন্য আসলেই একটি খারাপ সময়।

jagonews24

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জাগো নিউজকে জানান, দেশের সব জায়গায় ইলিশ ধরা পড়লেও কলাপাড়ায় পাওয়া যাচ্ছে না। এর কারণটা এখনও বলা যাচ্ছে না। এটা নিয়ে গবেষণা চলমান।

এএইচ/এএসএম



Advertiser