নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ২৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রছাত্রীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়ক শীর্ষক কর্মসূচীর আওতায় মহাদেবপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দকৃত অর্থ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে এ বাইসাইকেল ও অর্থ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে ২০জন আদিবাসী ছাত্রীকে ২০টি বাই সাইকেল ও ৪৫জন আদিবাসী ছাত্রছাত্রীর মাঝে ১ লক্ষ ৬২ হাজার টাকা বিতরণ করা হয়। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতার চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন উপস্থিত ছিলেন
The post মহাদেবপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষাথীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ appeared first on গোবি খবর.