দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়েরসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব ।
শনিবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ র্যাব-৬ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেফতাররা হলেন- আদিয়ান মার্টের সিইও জুবায়ের সিদ্দিকী, তার বাবা আবু বক্কর সিদ্দিকী, ভাই রতন সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলাম।
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামে অবস্থিত ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টে অভিযান চালানো হয়। প্রথমে আদিয়ান মার্টের প্রধান কার্যালয় ঘিরে রাখা হয়। পরে প্রতিষ্ঠানটির সিইও জুবায়েরকে খুলনা থেকে গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয় জুবায়েরের বাবা আবু বক্কর সিদ্দিকী, ভাই রতন সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলামকে।
তিনি আরও জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের টাকা প্রতারণাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আমাদের কাছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
দেশে কিছু ই-কমার্সের প্রতারণা সামনে আসার পর যে কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হচ্ছিল তার মধ্যে ছিল আদিয়ান মার্ট।
সর্বশেষ বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা, বিকাশ পেমেন্টে নিষেধাজ্ঞা ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিরীক্ষক নিয়োগের খড়গের মধ্যে ছিল প্রতিষ্ঠানটি।
আব্দুল্লাহ আল মাসুদ/এমএইচআর/এএসএম