নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী শাহাদাত হোসেন সজলকে (২৯) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় নোয়াখালী প্রেস ক্লাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সজল কাদের মির্জা ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের মোশাররফ হোসেনের ছেলে।
পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জাগো নিউজকে বলেন, গ্রেফতার শাহাদাত হোসেন সজলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় দাঙ্গা-হাঙ্গামা, বিস্ফোরক, ডিজিটাল নিরাপত্তা ও পেনালকোডসহ মোট ১৪টি মামলা রয়েছে।
ইকবাল হোসেন মজনু/এএইচ/এমএস