ভবানীপুর উপনির্বাচনের ভোট গণনা যতই এগোচ্ছে ভোটের ব্যবধানও বাড়ছে। দশম রাউন্ডের গণনা শেষ। এতে ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন মমতা ব্যানার্জী। পশ্চিমবঙ্গের রাজ্য পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, ৫০-৮০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন মমতা।
তিনি বলেন, বিজেপির ঘোষণা দেওয়া উচিত ছিল যে, আমরা এই লড়াইয়ে আর নেই। তিনি আরও বলেন, মমতা ব্যানার্জী ভবানীপুরের মানুষের হৃদয়ে রয়েছেন। যত গণনা বাড়বে ফল কোথায় গিয়ে দাঁড়ায় দেখতে পারবেন।
ফিরহাদ ইঙ্গিত দিয়ে বলেন, এরপর দিল্লিতে যেতে হবে। ভারতের রাজনীতিতে যেতে হবে মমতা ব্যানার্জীকে। বিজেপিকে সরাতে হবে। ২০২৪ সালে মোদী সরকার দেশের ক্ষমতা থেকে সরলে আসল জয় সেদিন আসবে। মমতাকে দেশের নেতৃত্বে দেখতে চায় মানুষ।
সূত্র: আনন্দবাজার
এসএনআর/এমএস