যশোরে দুই মাথা নিয়ে এক নবজাতকের জন্ম হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শহরের বেসরকারি একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। পরে অবস্থা জটিল হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শিশুর বাবা ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের আল আমিন।
শিশু নানি সাবিয়া বেগম বলেন, প্রথম দিকে একবার আল্ট্রাস্নোগ্রাফি করেছিলাম। ডাক্তার বলেছিলো মা ও বাচ্চা ভালো আছে। পরে ৯ মাস পার হওয়ায় আবার আল্টা করি। ডাক্তার বলেন যমজ বাচ্চা হবে। এরপর কালিগঞ্জে হাসপাতালে ভর্তি করি। সেখান থেকে পাঠিয়ে দেয়া হয়। যশোরে একটি ক্লিনিকে ভর্তি করি। সিজারের পর দেখি বাচ্চার দুই মাথা।
যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে কর্তব্যরত নার্স সাদিয়া পারভীন বলেন, বাচ্চাটির অবস্থা ভালো না। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে রেফার্ডের সিদ্ধান্ত নিয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ জানান, দুই মাথার জন্ম নেওয়া এক শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার অবস্থা বেশি ভালো নয়।
মিলন রহমান/এএইচ/জিকেএস