আজ (বৃহস্পতিবার) মহানবমীর পূজায় পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ শেষে চরণামৃত দিয়ে উপবাস ভাঙেন সনাতন ধর্মাবলম্বীরা। গত রাত থেকে উপবাসে থাকা সনাতন ধর্মাবলম্বীরা বেলা সাড়ে ১১টায় এই উপবাস ভাঙেন।
দুর্গাপূজার চতুর্থ দিনে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শুরু হয় দুর্গাদেবীর মহানবমী বিহিত পূজা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে মহানবমী ও বিহিত পূজা। সকল আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টায় পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করেন মহানগর সার্বজনীন পূজা কমিটি উপদেষ্টা প্রণব চক্রবর্তী। এরপর সকলকে তিনবার মন্ত্র পাঠ করান প্রণব চক্রবর্তী। এসময় সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাদেবীকে শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে মন্ত্রপাঠ করেন। মন্ত্রপাঠ শেষে সকলে পুষ্পাঞ্জলি দেন মণ্ডপে
পুষ্পাঞ্জলি শেষে যেসব সনাতন ধর্মাবলম্বীরা গতরাত থেকে উপবাসে ছিলেন তাদেরকে চরণামৃত দিয়ে উপবাস ভাঙান মণ্ডপের সহকারী পুরোহিত। এসময় ঠাকুরকে খুশি হয়ে দক্ষিণা দেন ধর্মপ্রাণ হিন্দুরা।
মহানগর সার্বজনীন পূজা কমিটির পূজা অনুষ্ঠান বিষয়ক সম্পাদক দিলীপ ঘোষ জানান, দিনব্যাপী বিভিন্ন পূজা রয়েছে। সকালে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক মহানবমীর পূজা শেষ হলো। যারা উপবাসে ছিলেন তারা পুষ্পাঞ্জলি শেষে উপবাস ভাঙেন।
আরএসএম/কেএসআর/এএসএম