রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় মো. জলিলুর রহমান (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৩ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় কমলাপুরগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে জলিলুর রহমান নামে এক ব্যক্তি মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহত জলিলুর রহমান বরগুনা জেলার বেগাতী উপজেলার মৃত আবদুর রশিদের ছেলে। তিনি কুড়িল বিশ্বরোড এলাকায় থাকতেন এবং একটি দোকানের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
কাজী আল আমিন/ইউএইচ/জিকেএস