মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

নতুনদের দাপটে প্রচারণায় সরগরম গোবিন্দগঞ্জ উপজেলার ইউপি নির্বাচন

মোস্তফা কামাল সুমন: ইউনিয়ন পরিষদের নির্বাচন দোড়গোড়ায়। যেকোন মুর্হুতে ঘোষণা হতে পারে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিয়নগুলোর নির্বাচনের তফসিল। তফসিল ঘোষনা না হলেও প্রচার প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। তাদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গ্রাম গঞ্জ হাট বাজার। কেউ যেন কারো চেয়ে কম নয়। সমান তালে পাল্লা দিয়ে চলছে আগাম প্রচারণা। পুরাতন প্রার্থীদের সাথে সমান তালে প্রচারণা চালাচ্ছে সম্ভাব্য নতুন প্রার্থীরা। এই নতুন সম্ভাব্য প্রার্থীদের দাপটে প্রচারণা চোখে পড়েছে উপজেলাবাসীর।

১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত গোবিন্দগঞ্জ উপজেলা। বিশাল উপজেলা হওয়ায় সচারচর দুটি ভাগে বিভক্ত হয়ে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও সেই রকম হওয়ার সম্ভাবনা বেশি। উপজেলার প্রতিটি ইউনিয়নের পুরাতন প্রার্থীদের সাথে এবার যোগ হয়েছে অনেক নতুন প্রার্থী। বিশেষ করে চেয়ারম্যান পদের জন্য যুক্ত হওয়া নতুন প্রার্থীদের প্রচারণা সবার নজর কেড়েছে। প্রতিটি ইউনিয়নে একাধিক নতুন প্রার্থী চেয়ারম্যান পদের জন্য প্রচারণা চালাচ্ছে।

উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য নতুন চেয়ারম্যান প্রার্থী ৫ জন। তাঁরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সোহেল রানা শিপলু, অর্থ সম্পাদক তারিক রিফাত, সমাজসেবক রেজাউল করিম এবং আপেল মাহমুদ।

উপজেলার রাজাহার ইউনিয়নের চেয়ারম্যানে পদে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক তারিক রিফাত । ২০১৬ সালের নির্বাচনে ভোটের মাঠ সম্পূর্ণ প্রস্তুত থাকার পরেও দলীয় প্রার্থীর সমর্থনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার তিনি আরও জোরেশোরে নির্বাচনের মাঠে নেমেছেন। তারিক রিফাত জানান, স্থানীয় জনগণের কল্যাণার্থে এবার তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তাঁর বাবা রাজাহারের সফল চেয়ারম্যান ছিল জানিয়ে তিনি বলেন, নতুন প্রার্থী হলেও তাঁর শতভাগ বিশ্বাস আছে ইউনিয়নবাসীকে তাকে বিজয়ী করবেন। দল তাকে যথাযর্থ মূল্যায়ণ করে তাকে নৌকা মার্কার মনোনয়ন দিবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই ইউনিয়নের চেয়ারম্যান পদের সম্ভাব্য নতুন প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শিপলু। তিনি জানান, দীর্ঘদিন দরে তিনি ইউনিয়নে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বিশ্বাস করেন দল তাকে নৌকার মার্কার নমিনী হিসেবে মনোনয়ন প্রদান করবে। শিপলু আরও জানান, দল মনোনয়ন দিলে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়নবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করবে।

একই চিত্র উপজেলার প্রতিটি ইউনিয়নে। প্রতিটি ইউনিয়নে একাধিক নতুন প্রার্থী ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য দাপটে প্রচারণা চালাচ্ছে। নতুন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের অংশগ্রহণে উপজেলার ইউনিয়নগুলোতে ভোটের আগে ভোট উৎসব শুরু হয়েছে।

The post নতুনদের দাপটে প্রচারণায় সরগরম গোবিন্দগঞ্জ উপজেলার ইউপি নির্বাচন appeared first on গোবি খবর.



Advertiser