মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

চমেকের টয়লেটে নবজাতক, খোঁজ মেলেনি অভিভাবকের

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ার (ওএসইসি) ইউনিটের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) ভোরে হাসপাতালের এক নার্স তাকে উদ্ধার করেন। এরপর ওই নবজাতককে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। নবজাতকটি বর্তমানে সেখানেই সুস্থ আছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, ভোরে ওএসইসি ইউনিটের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে ৩২ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ওই নবজাতকের কোনো অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি।

মিজানুর রহমান/এমএইচআর/জেআইএম



Advertiser