বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

শিক্ষক সেলিমের মৃত্যু: কুয়েটের ৪৪ ছাত্রকে শোকজ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সেলিম হোসেনের মৃত্যুকে কেন্দ্র করে ৪৪ ছাত্রকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শোকজ নোটিশ দেওয়া হয়। নোটিশে আগামী ৩ জানুয়ারির মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

কুয়েটের পাবলিক রিলেশন অফিসার মো. রবিউল ইসলাম শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজই তাদের কাছে শোকজের চিটি দেয়া হয়েছে। ৩ জানুয়ারির মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে সেটি শৃঙ্খলা কমিটিতে যাবে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিষয়টি উত্থাপন করা হবে।

জানা যায়, প্রফেসর ড. মো. সেলিম হোসেনকে মানসিক নিপীড়নের করণে গত ৩০ নভেম্বর মারা যান বলে অভিযোগ পরিবারের। তার মৃত্যুর পর উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩ ডিসেম্বর জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৯ ছাত্রকে ঘটনার জড়িত সন্দেহে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আলমগীর হান্না/এএইচ/জিকেএস



Advertiser