বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

জাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে রাখা হয় না পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে গত কয়েক মাস ধরে রাখা হচ্ছে না দৈনিক পত্রিকা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, করোনার পর কেন্দ্রীয় গ্রন্থাগার খুললেও তখন থেকেই পত্রিকা রাখা হচ্ছে না। ফলে গ্রন্থাগারে পত্রিকা রাখার টেবিলগুলো ফাঁকা রয়েছে। গ্রন্থাগারের কর্মচারীরাও বিষয়টি স্বীকার করেছেন।

পদার্থবিদ্যাা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসিফ ইকবাল বলেন, ব্যক্তিগতভাবে পত্রিকা রাখা সবার পক্ষে সম্ভব নয়। লাইব্রেরিতে পড়াশুনার মাঝে ক্লান্তি আসলেই পত্রিকা পড়তাম। এখন পত্রিকা না থাকার সেটা আর হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী আসাদুজ্জামান বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে সংবাদপত্র রাখা হয় না, বিষয়টি খুবই হতাশাজনক। লাইব্রেরিতে একাডেমিক পড়াশুনার পাশাপাশি অনেকেই অনেকেই পত্রিকা পড়েন। এছাড়া অনেকেই আছেন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের তো প্রতিদিনই পত্রিকা পড়তে হয়।’

jagonews24

এ বিষয়ে গ্রন্থাগারের একাধিক কর্মচারী জাগো নিউজকে জানান, ‘অনেক দিন ধরেই পত্রিকা রাখার স্ট্যান্ড বানাতে দেয়ার কথা শুনে আসছি। তবে ফাইল চালাচালিতে সব আটকে আছে। মূলত স্ট্যান্ডের জন্যই এখন আর পত্রিকা রাখা হচ্ছে না।’

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ হানিফ আলী বলেন, ‘পত্রিকা রাখার স্ট্যান্ড বানাতে অফিসে চিঠি দেয়া হয়েছে। অফিসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে যেন দ্রুত কাজ হয়। আমরা এ মাসের ভেতরেই স্ট্যান্ড বসাবো।’

ডেপুটি কম্পট্রোলার মো. মাহফুজ মিয়া বলেন, ‘যতটুকু জানি চলতি বছরের ফেব্রুয়ারির দিকে বিজ্ঞান কারখানায় ওয়ার্ক অর্ডারের ফাইল পাঠিয়েছিল। সেখান থেকে দপ্তরে আসা কথা। কিন্তু এরকম কোনো ফাইল আছে কিনা জানা নেই। তবে রেকর্ডপত্র খুঁজে দেখতে হবে।

এএইচ/এএসএম



Advertiser