শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

শুটিংয়ে মাতাল চালকের ধাক্কায় গুরুতর আহত প্রিয়াঙ্কা, হবে অপারেশন

কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। এসময় এক মাতাল বাইক চালক ঢুকে পড়ে সেটে। প্রিয়াঙ্কাকে ধাক্কা মারলে গুরুতর আহত হন অভিনেত্রী।

কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কাকে। সেসময় তার সঙ্গে আরও আহত হয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী।

জানা গেছে, বাইকের ধাক্কায় দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর আহত হন প্রিয়াঙ্কা। চোট পান অর্জুনও। আহত দুই অভিনেতাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের স্থানান্তরিত করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে।

অর্জুনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এক্স-রে করার পর দেখা যায় প্রিয়াঙ্কার পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে।

আজ শনিবার তার অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে আনন্দবাজার বলছে, বাইকচালক মত্ত অবস্থায় ছিলেন। ধাক্কা মেরেই তিনি উধাও হয়ে যান। তার খোঁজে তল্লাশি চলছে। আপাতত বন্ধ রয়েছে ওই ওয়েব সিরিজের শুটিং।

এলএ/এমএস



Advertiser