তরুণ চলচ্চিত্র নির্মাতা রিয়াজুল রিজু। তার ক্যারিয়ারে প্রথম পরিচালিত ছবি ‘বাপজানের বায়স্কোপ’ ২০১৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছে। একইসঙ্গে যৌথভাবে রিজু পেয়েছেন ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র নির্মাতার পুরস্কার।
সেবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সর্বাধিক ৯টি ক্যাটাগরিতে ‘বাপজানের বায়স্কোপ’ জাতীয়ভাবে পুরস্কার পাওয়ায় গৌরব অর্জন করে। সেই পরিচালক রিজু এখন অভিনয়েও বেশ নিয়মিত। কাজ করছেন সিনেমায়।
এবার তিনি একটি মিউজিক ভিডিওতেও হাজির। ‘ফেসবুক এখন নেশার মতো’ ও ‘ঢাকায় এসে আমরা সবাই হ্যাপি’ শিরোনামে দুটি বিগ বাজেটের গানের মডেল হয়েছেন রিজু।
১ জানুয়ারি উত্তরা দিয়াবাড়ি থেকে শুটিং শুরু হয় গানের ভিডিওগুলোর। এরপর ঢাকার কারওয়ানবাজার, নবাবগঞ্জসহ বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়েছে। বর্তমানে শুটিং চলমান মাওয়া ঘাটে।
রিয়াজুল রিজু গান দুটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘শিমুল মাহমুদ ভাই অসম্ভব সৃজনশীল মানুষ। চমৎকার কথায় গানগুলো লিখেছেন। তার গায়কীও বেশ দারুণ। তানভীর হাসান ভাইয়ের নির্দেশনায় আমি ‘মধ্যবিত্ত’ নামক একটি চলচ্চিত্রে অভিনয় করছি। এবার তার মিউজিক ভিডিওতেও কাজ করলাম। আশা করছি দর্শক এ গানগুলো উপভোগ করবেন।’
শিমুল মাহমুদের কণ্ঠে গানগুলোর সুর ও সংগীত করেছেন আলমগীর হোসেন। গানের ভিডিওতে কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেছেন মাইকেল বাবু রতন।
গানগুলো চলতি বছরেই প্রচার হবে বলে নিশ্চিত করলেন রিয়াজুল রিজু।
এলএ/জিকেএস