মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

সুন্দরগঞ্জে শীতার্ত মানুষরা কম্বল পেয়ে খুশি

আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকযোগে কম্বল বিতরণ করছেন স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অসহায় ও শীতার্ত মানুষেরা এসব কম্বল পেয়ে খুশি।সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সীচা উচ্চ বিদ্যালয় মাঠে সাংসদ তাঁর নিজস্ব অর্থায়নে ২ সহ¯্রাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।এমপির দেয়া কম্বল পেয়ে খুশি হয়ে চন্ডিপুর ইউনিয়নের পুটিমারী গ্রামের শতবর্ষী নুরজাহান বেওয়া বলেন, ‘৩৫ বছর আগে ছোট ছোট ছইল থুইয়ে মোর স্বামী মরি গেইছে। তখন থাকি মুই ভিক্ষা করি খাম। ছোট্ট একনা চালাত মুই থাকোম। মোর ঘরত ন্যাপ তোশোফ কিছুই নাই। আজ এমপি এখান কম্বল দিছে। এই জারত কম্বল পায়া মোর খুব ভালো হইল বাবা। আল্লাহ এমপিক যুগ যুগ ধরি বাঁচে থুক।’

চোখে দেখতে না পারায় প্রতিবেশির সাথে কম্বল নিতে এসেছিলেন উজান বোচাগারি গ্রামের ৮৫ বছর বয়সী জাহানারা বেওয়া। কম্বল হাতে পেয়ে তিনি বলেন, ‘বাবা কোন ছইল পইল নাই মোর। এই জারত কম্বল দিয়ে তোমরা মোর বেটার কাম করলেন।কম্বল বিতরণে অংশ নেয়া বৃক্ষরোপনে জাতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জহুরুল ইসলাম বাদশা বলেন, সরাসরি হতদরিদ্র শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দিচ্ছেন এমপি। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগসহ সবসময় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান সে কারণে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।সাংসদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ বলেন, সরকারি বরাদ্দের কম্বল আমরা বিতরণ করছি। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সাংসদ তাঁর নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করছেন কয়েকদিন থেকে। এতে আরও বেশি সংখ্যক শীতার্ত মানুষ কম্বল পাচ্ছেন। সে কারণে বেশি দরিদ্র মানুষ উপকৃত হচ্ছে।

সাংসদ শামীম হায়দার পাটোয়ারী বলেন, গত রোববার কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। চলবে আগামী এক সপ্তাহ। প্রত্যেক ইউনিয়নে ২ সহ¯্রাধিক করে কম্বল বিতরণ করবো ইনশাআল্লাহ।কম্বল বিতরণকালে সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক কওছর আজম হান্নু, সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, চন্ডিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাখাউল ইসলাম, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, বেলকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল ইসলাম রানা, জাতীয় যুব সংহতির উপজেলা সভাপতি সাইদুর রহমান ও জাতীয় যুব সংহতির নেতা রহমত শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

The post সুন্দরগঞ্জে শীতার্ত মানুষরা কম্বল পেয়ে খুশি appeared first on গোবি খবর.



Advertiser