বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

রানীশংকৈল ডিগ্রী কলেজে অনার্স ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল(ঠাকুরগাঁও)  প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রানীীশংকৈল ডিগ্রী কলেজে(২০২১-২০২২) শিক্ষা বর্ষের অনার্স ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের ১০টি অনার্স বিষয়ে  প্রায় সাড়ে ৪শত জন ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে কলেজের ৪র্থ তলা হলরুমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

জানা যায়, ৪ টি বিষয়ে ছাত্র-ছাত্রীরা ভাল ফলাফল করে বের হয়েছে। আগামী দিনেও ছাত্র-ছাত্রীরা ভাল করবে এমন প্রত্যাশা কলেজ কর্তৃপক্ষের ।৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজ অধ্যক্ষ ও আওয়ামীলীগ সভাপতি সইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সভাপতি ও বর্তমান পৌরমেয়র মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন -উপাধ্যক্ষ  জামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি শাহাজান আলী ও তহিদুল ইসলাম জুয়েল, খতিবর রহমান, প্রভাষক  নাসরিন বেগম, সফিকুল ইসলাম শিল্পী, লাভলী বেগম।এ এছাড়াও অন্যান্য অনার্স বিষয়ের শিক্ষক ও কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সন্ঞ্চালনা করেন অনার্স ইতিহাস বিষয়ের আলমগীর।

The post রানীশংকৈল ডিগ্রী কলেজে অনার্স ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত appeared first on গোবি খবর.



Advertiser