আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।গত শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের সভায় এ প্রার্থিতা চড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শনিবার রাত ১০ টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাদুল্লাপুরে আট ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পয়েছেন, রসুলপুর ইউনিয়নে আব্দুল গফুর মিয়া, নলডাঙ্গা ইউনিয়নে শাহরিয়ার ইসলাম, দামোদরপুর ইউনিয়নে- রফিকুল ইসলাম মন্ডল, ফরিদপুর ইউনিয়নে নুর আজম মন্ডল, ধাপেরহাট ইউনিয়নের শফিকুল কবির মিন্টু, ইদিলপুর ইউনিয়নে শাহারুল ইসলাম, ভাতগ্রাম ইউনিয়নে নাজমুল হাসান সুমন এবং খোর্দ্দকোমরপুর ইউনিয়নে সাজ্জাদ হোসেন তালুকদার।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ জানুযারি। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ৭ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ১৪ জানুয়ারি আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি।অন্যদিকে তফসিল ঘোষণা না হওয়ায় উপজেলার ৪নং জামালপুর, ৯নং বনগ্রাম ও ১০নং কামারপাড়া এ তিনটি ইউনিয়নের ভোটগ্রহণ আপাতত হচ্ছেনা।উল্লেখ্য; উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবার ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এদিকে; সোমবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা তাদের স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেন।
The post গাইবান্ধার সাদুল্লাপুরের ৮ ইউপিতে নৌকা পেলেন যারা appeared first on গোবি খবর.