রাজধানীর লালবাগে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফারজানা আক্তার (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৪ জনুয়ারি) রাত ১১টার দিকে লালবাগের হোসেন উদ্দীন লেন এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মো. অপু জানান, ফারজানা তার চাচাতো বোন। প্রেম করে তারা বিয়ে করেন। তাদের চার বছর বয়সী একটি বাক প্রতিবন্ধী সন্তান রয়েছে। ওই সন্তানের নানা আবদার নিয়ে রেগে যান ফারজানা। এরপর তাকে মারধর করেন। এনিয়ে অপুর সঙ্গে ফারজানার ঝগড়া হয়। এতে অভিমান করে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন ফারজানা। পরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে সেটে ভেঙে ভিতরে গিয়ে অপু দেখেন তার স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফারজানা গাজীপুরের টঙ্গীর কলেজ গেট আউশপাড়া এলাকার আমির হোসেনের কন্যা। বিয়ের পর রাজধানীর লালবাগ হোসেন উদ্দীন লেন এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করতেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কেএসআর/এমএস