রবিবার, ২ জানুয়ারী, ২০২২

বছরের প্রথম পর্যটক জর্জিনাকে স্বাগত জানালো মালদ্বীপ

২০২২ সালকে পর্যটনের জন্য গোল্ডেন ইয়ার ঘোষণা করেছে মালদ্বীপ অ্যাসোসিয়েশন অব ট্যুরিজম ইন্ডাস্ট্রি। মালদ্বীপ পর্যটন শিল্পের ৫০ বছর পূর্তিতে শনিবার (১ জানুয়ারি) বছরের প্রথম পর্যটককে স্বাগত জানায় দেশটির বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান।

৫০ বছর পূর্তির প্রথম দিনে প্রথম দর্শনার্থী ছিলেন যুক্তরাজ্যের নাগরিক, জর্জিনা ক্যানিং। এটি ছিল জর্জিনার মালদ্বীপে দ্বিতীয় সফর। গত বছর জানুয়ারিতে দেশটিতে প্রথম সফর করেন তিনি।

সুবর্ণজয়ন্তীর প্রথম ভ্রমণকারী জর্জিনা ক্যানিংকে মালদ্বীপ ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন্স করপোরেশন (এমএমপিআরসি), মালদ্বীপ পর্যটন মন্ত্রণালয়ের পাশাপাশি মালদ্বীপ বিমানবন্দর কোম্পানি লিমিটেড, মালদ্বীপ ইমিগ্রেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

পৃথিবীর অন্যতম সৌন্দর্যমন্ডিত দেশ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ‘মালদ্বীপ’। সরল, শান্ত ও মনোরম পরিবেশ, আদিম সমুদ্র সৈকত মালদ্বীপের প্রধান আকর্ষণ। মালদ্বীপের সাগরের পানির রং নীল আর বালির রং সাদা।

১২০০ ছোট ছোট দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। এর মধ্যে ২০০টি দ্বীপ ব্যবহারযোগ্য। এতে রয়েছে ২৬টি অ্যাটোল। মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার। বিষুবরেখার কাছে অবস্থিত হওয়ায় এখানে মাত্র একটি ঋতু আছে।

সারা বছরের গড় তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে দেশটির বড় শিল্প হলো পর্যটন। বৈদেশিক আয়ের ৭০ শতাংশই আসে পর্যটন থেকে। বর্তমানে দেশটির জিডিপির প্রবৃদ্ধি হার গড়ে ৭ দশমিক ৫ শতাংশের বেশি।

সরকারি পরিসংখ্যান অনুসারে ২৩ ডিসেম্বরের মধ্যে ১,২৭১,০২০ পর্যটক মালদ্বীপে গিয়েছিলেন। যদিও এই সংখ্যাটি ২০১৯ সালের প্রাক-কোভিড মহামারি সংখ্যার থেকে এখনো ২২.৩ শতাংশ কম, এটি ২০২০ সালের তুলনায় ১৪৩.৪ শতাংশ বৃদ্ধি। একদিনে গড়ে ৩,৫৭০ পর্যটক মালদ্বীপে যান। তারা মালদ্বীপে গড়ে ৮.৭ দিন কাটান।

এমআরএম/জেআইএম



Advertiser