শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

আগের রাতেই তামিমকে সেঞ্চুরি করতে বলেছিলেন মাশরাফি

ঢাকায় খেলা প্রথম চার ম্যাচে মাত্র একটি জিতেছিল মিনিস্টার ঢাকা। তিন পরাজয়ে নিজেদের ওপর চাপটা অনেক বাড়িয়ে ফেলেছিল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল। চট্টগ্রামে আসতেই ঘুরে দাঁড়িয়েছে তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজাদের নিয়ে গড়া দলটি।

শুক্রবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে রেকর্ড গড়ে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে ঢাকা। এ জয়ে মূল কৃতিত্ব চট্টগ্রামের সন্তান তামিম ইকবালের। যিনি আগেরদিনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির ঘোষণা দিয়ে, মাঠে নেমে খেলেছেন ১১১ রানের বিধ্বংসী ইনিংস।

তামিমের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৭৬ রানের লক্ষ্য ১৮ বল হাতে রেখেই তাড়া করে ফেলেছে ঢাকা। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই উৎফুল্ল ঢাকা শিবির। ম্যাচ শেষে ড্রেসিংরুমেই প্রাথমিক উদযাপন সারে তারা। তবে এরপরই পুরো দলকে মাটিতেই পা রাখার হুঁশিয়ারি দেন অভিজ্ঞ তারকা মাশরাফি।

টিম হার্ডলে নিজের বক্তব্যে তিন পরাজয়ের কথা মনে করিয়ে দিয়েন মাশরাফি বলেন, ‘আমরা নিজেরাই নিজেদের এই অবস্থায় এনেছি। এখান থেকে আমাদেরকেই বের হইতে হবে। আমরা এমন কোনো অবস্থায় পৌঁছাইনি যে এক ম্যাচ জিতে খুব ভালো... ভালো লাগা অবশ্যই ভালো, তবে এমন কোনো অবস্থায় আসিনি যে একবারে সেমিফাইনালে উঠে গেছি।’

তবে বড় জয়ের ম্যাচে দলের খেলোয়াড়দের বাহবা দিয়ে তিনি বলেন, ‘এখন একটি করে ম্যাচ ধরে এগুতে হবে, এটিই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো, তামিম প্রমাণ করে দিয়েছে যে আমরা আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখা জরুরি। একইভাবে এবাদত ও রুবেল তোরাও প্রমাণ করছিস যে বিদেশি বোলাররাই সবকিছু না এখানে। এটি অনেক ব্যাটিং সহায়ক একটি উইকেট। যখন ১৭৫ হইলো ওদের স্কোর, আমি রিয়াদকে বলতেছিলাম যে, আমরা ভালো বোলিং করছি। এই উইকেটে ১৭৫ রানে আটকানো একদমই সহজ নয়।’

এ সময় দেশি ক্রিকেটারদের নিজেদের কাজটাও বুঝিয়ে দেন মাশরাফি। প্রতি আসরে সাত দেশির সঙ্গে চার বিদেশি খেললেও, এবার সব দলে বিদেশি আছে তিনজন করে। তাই ম্যাচ জেতার জন্য বিদেশিদের ওপর নির্ভর না করে, দেশিদেরই পারফর্ম করতে হবে বলে মনে করিয়ে দেন মাশরাফি।

বিপিএলের সফলতম এ অধিনায়ক বলেছেন, ‘অন্যবার (দেশি ক্রিকেটার) খেলে সাতজন। এবার কিন্তু আটজন। তো আমাদেরকে দেশি খেলোয়াড়দের ওপরেই বেশি নির্ভর করতে হবে। এর বাইরে শাহজাদ, রাসেল, কায়েস কী করবে এটা কিন্তু একটা বাড়তি পাওয়া। এই সুবিধাটা আমরা নেবো।’

Tamim Iqbal

তিনি আরও যোগ করেন, ‘আমরা নিজেরা যদি কিছু না করি, আটজন যদি কিছু না করে তিনজন দিয়ে তো ম্যাচ জেতা যাবে না। যে কারও এক দিন খারাপ যেতে পারে, পরের ম্যাচে আমার দিন খারাপ যেতে পারে, তামিমের দিন খারাপ যেতে পারে..., তবে আরও পাঁচজন তো আছে। এর সাথে ওরা (বিদেশি) তিনজন যে ইনপুট দেবে সেটা কাজে লাগবে।’

বৃহস্পতিবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছয় মাস বিরতির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন তামিম। সেই রাতেই তাকে নিজের দিকে তাকিয়ে দলের জন্য সেঞ্চুরি হাঁকাতে বলেছিলেন মাশরাফি। পরের দিনই সিলেটের বিপক্ষে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকান তামিম।

এ বিষয়ে মাশরাফি বলেন, ‘নিজের ওপর ভরসা রাখা খুব জরুরি। কালকে তামিমকে বলছিলাম, এই-ওই লুইস-টুইসের দিকে না তাকিয়ে, নিজের দিকে তাকা। তুই একটা একশ মার, তোর ওই সামর্থ্য আছে। তাহলেই আমরা ম্যাচ জিততেছি। কালকে রাতেই বলছি। আজকেই একশ মারছে।’

‘পরেরদিন ও আবার ভালো খেলতে পারে, না হয় অন্য কেউ খেলবে। তো নিজেরাই এই পজিশনে আনছি, নিজেদেরই এখান থেকে বের হইতে হবে। তাই অন্য কারও ওপর নির্ভর না করে, যখন নিজে ২২ গজে নামবে তখন দিনটি নিজের করে নিতে হবে। যদি তা না হয়, ঠিক আছে। তবে যতক্ষণ উইকেটে থাকবে নিশ্চিত করতে হবে।’

এসএএস/আইএইচএস/



Advertiser