আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইউরিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভা বুধবার রাতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: রবিউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো: আবু খায়ের, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব, উপজেলা নির্বাহী অফিসার মোছা: রোকসানা বেগম প্রমুখ।
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ভোট কেন্দ্রে ভোটাররা যাতে সুষ্ঠভাবে ভোট প্রদান করতে পারেন সে জন্য নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা প্রদান করবে। তিনি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় অংশ গ্রহণমূলক নির্বাচন হয় এবং জনগনের যাতে মতামতের পতিফলন ঘটে সেই লক্ষ নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। তিনি আরও বলেন, ইভিএম এর মাধ্যমে গ্রহণ যোগ্য নির্বাচন হবে এবং জনগণের পছন্দের প্রতিনিধিরাই নির্বাচিত হবেন।উল্লেখ্য: আগামী ৩১শে জানুয়ারী গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৮টি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে সাধারণ ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।
The post গাইবান্ধায় ইভিএম এর মাধ্যমে গ্রহণ যোগ্য নির্বাচন হবে জনগণের পছন্দের প্রতিনিধিরাই নির্বাচিত হবেন appeared first on গোবি খবর.