নদীর পাড়েই বিক্রি হচ্ছে তরতাজা ইলিশ। সে ইলিশ কিনতে ভিড় করছেন মানুষ। দূর-দূরান্ত থেকে প্রতিদিনই বরগুনার পায়রা নদীর পাড়ে ছুটে আসছেন তারা। বিক্রেতাদের হাঁক-ডাকে আগ্রহ নিয়ে কিনছেন ইলিশও।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে পায়রা নদীর তীরবর্তী পুরাকাটা ফেরিঘাট সংলগ্ন সড়কে এমন দৃশ্য দেখা যায়।
স্থানীয় জেলেরা জানান, জোয়ারের সময় পায়রা নদীতে জাল ফেলেন তারা। ভাটায় সে জাল তুলে সংগ্রহ করেন রুপালি ইলিশ। পুরাকাটা ফেরি ঘাট সংলগ্ন সড়কে বসেই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে ইলিশ বিক্রি। মাছ কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই মানুষ এখানে ভিড় করেন।
ইলিশ কিনতে আসা আতিকুজ্জামান বাবু মৃধা নামের একজন বলেন, ঢাকা থেকে বরগুনা ফিরছিলাম। হাঁক-ডাক শুনে গিয়ে দেখি তাজা ইলিশ। যদিও ইলিশগুলো খুব বেশি বড় না। আবার জাটকাও না। ৩৮০ টাক চার কেজি মাছ কিনি।
জাহাঙ্গীর হোসেন নামের আরেক ক্রেতা বলেন, ইলিশ কেনার জন্য বিকেল থেকে অপেক্ষা করছি। কিছুক্ষণ আগে জেলেরা মাছ নিয়ে ফিরেছেন। একদম তাজা। ৫০০ টাকা দরে বেছে বেছে বড় সাইজের ছয় কেজি মাছ নিয়েছি।
সেখানকার মাছ বিক্রেতা আরাফাত সানি বলেন, নদীতে আগের মতো মাছ নাই। যা পাই তা নিয়া বাজার পর্যন্ত গেলে পোষায় না। তাই সরাসরি এখানে বসেই বিক্রি করি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জাগো নিউজকে বলেন, বরগুনার প্রধান নদীগুলোর মধ্যে পায়রা একটি। কয়েক হাজার জেলে এ নদীতে মাছ ধরে। তবে সব জায়গার মতো পায়রায়ও ইলিশ কম পাওয়া যাচ্ছে।
আরএইচ/ জিকেএস