বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হতে যাচ্ছে ‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’-এর ৪৩ও ৪৪ তম প্রযোজনার (পেন্ডামিক ভার্সন) ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় মঞ্চস্থ হবে নাটকটি।
এ নাটকের নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার। ৪০ মিনিটের এই মঞ্চ নাটকটিতে দুই আগন্তুক চরিত্রে দেখা যাবে ফরহাদ শাওন ও তােতা তীমথিয়কে। আর বান্দ্রা চরিত্রে অভিনয় করবেন মানিসা অর্চিকে।
গল্পে দেখা যাবে, অনেক অনেক দিন আগের কথা। দুই আগন্তুক সন্ধান করছিল তাদের নিরুদ্দেশ বাবাকে। তারা রাজ্য ছাড়া হয়েছিল প্রাসাদ ষড়যন্ত্রে। মৃত্যুভয়ে পথে পথে পালিয়ে বেড়াচ্ছিল। একটি ঐন্দ্রজালিক আয়না তাদের অনুসরণ করছিল। তারা জাদুকরীভাবে আবিষ্কার করছিল পৃথিবীর রহস্য। বহু বছর পৃথিবীর পথে পথে নিরুদ্দেশ বাবার সন্ধান করে তারা। এক সময় তারা স্থান, কাল অতিক্রম করে।
পুরোনো পৃথিবীর দুর্গম পথে তাদেরকে তাড়া করে বেড়ায় অজানা শঙ্কা আর অনিশ্চয়তা। রোগ-শোকে ভুগে তাদের চেহারা জামা-কাপড় সবকিছুতে তামাটে রং লেগে যায়। তবু ফেরার কোনো উপায় নেই। সৎমার ঐন্দ্রজালিক ক্ষমতাবলে আয়নায় দেখতে পায় তারা কী করছে, আদেশের অন্যথা হলে নিশ্চিত মৃত্যু। কনিষ্ঠ আগন্তুক সব রকমের আগ্রহ হারিয়ে ফেলে, খোলা আকাশের নিচে খাদ্যসঙ্কট, অনিশ্চয়তাকে সে বিদায় জানাতে চায় চিরতরে, সে তার পথে ফিরে যেতে চায়। কিন্তু জ্যেষ্ঠ আগন্তুক কিছুতেই তা হতে দিতে চায় না, সে তাদের জীবনের লক্ষ্য পূরণ করতে চায়, ফলে তাদের মধ্যে তৈরি হয় অবিশ্বাস, অন্তর্দ্বন্দ্ব ও কলহ। এমন গল্প নিয়ে এগিয়েছে কাহিনি।
নাটকটির পটভূমি নিয়ে বলতে গিয়ে আশীষ খন্দকার বলেন, ‘একদিন আমি আমার মেয়ে মৃন্ময়ীর সাথে বসে ছিলাম। সে তেল রং-এ একটা ছবি আঁকছিল, দুটো লোক অন্ধকারে হেঁটে চলেছে। সেখান থেকেই এই নাটকটির বীজ আমার মাথায় আসে। অনেকটা সময় গবেষণার পর ঐ ছোট্ট একটা বীজ থেকে ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকের পটভূমী দাঁড় করিয়েছি।’
আশীষ খন্দকার জানান, রূপকথার চিরায়িত চরিত্রগুলো মঞ্চে উঠে আসবে। এর চরিত্রগুলো যেন প্রাচ্য-পাশ্চাত্যে যুগ যুগ ধরে বেঁচে থাকা চিরাচরিত রূপকথার গল্প। যে গল্পটা আবার ঘুরিয়ে দেখলে দেখতে পাওয়া যায়, বর্তমানেও এই ঘুণে ধরা, পঁচা গলা বাস্তবতা আছে। এর রূপকগুলো মঞ্চে প্রাণ পায় অভিনেতার বিভিন্ন কার্যকলাপে।
‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’ নিয়মিতই ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকটি করে আসছে। নাটকটি দেখতে আগ্রহীরা অনলাইনেও টিকিট বুকিং দিতে পারবেন।
এমআই/এলএ/এএসএম