নুর হোসেন রেইন,সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের মৃত ছমির উদ্দিন আকন্দের ছেলে জাহিদুল ইসলাম ৮ বছর পূর্বে গাইবান্ধা জেলার বাদিয়াখালী রিফাইতপুর ( মিদা পাড়া ) গ্রামের মৃতঃ মন্তাজ আলীর মেয়ে নাসিমা বেগম কে ইসলামী শরীয়ত মোতাবেক রেজিস্ট্রি মূলে পারিবারিক ভাবে বিবাহ করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয়নাম রাখা হয় নাজমুল হক ছেলের বয়স যখন ৬ বছর এমতাবস্থায় স্ত্রীঃ নাসিমা উশৃঙ্খল ও বদমেজাজি হয়ওয়ায় অকারণেই ঘর-সংসার করবেন না বলে প্রকাশ করে আসছিল।
ঘটনার দিন গত ২৩/০১/২০২২ ইং তারিখে সকালে কোনো কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করে সন্তানকে নিয়ে তার পিতার বাড়ি চলে যায়, সেখানে অবস্থান করা অবস্থায়। তার নিজ ব্যবহৃত মোবাইল নং ০১৩২১৩৮০৫১৩ এবং অজ্ঞাত আরো পাঁচটি ফোন নাম্বার থেকে কল করে অকথ্য ভাষায় গালি গালাজ করেছেন। এ ঘটনায় জাহিদুল ইসলাম বাদী হয়ে গত ৩১/০১/২০২২ ইং তারিখে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
The post সাঘাটায় স্ত্রী কর্তৃক স্বামীকে হুমকি appeared first on গোবি খবর.