গোবিখবর ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ঘোষপাড়া মহল্লার বাসিন্দা ডা. আবিদ মো. আলিফ মীম প্রধান মেডিসিন বিষয়ে এফসিপিএস ডিগ্রী অর্জন করেছেন। গোবিন্দগঞ্জের এই কৃতি সন্তান বাংলাদেশ কলেজ ও ফিজিশিয়ান কর্তৃক প্রদত্ত মেডিসিন বিষয়ে ডাক্তারী পেশায় গুরুত্বপূর্ণ
ও সম্মানজনক এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্টার পদে কর্মরত।
ডা. আবিদ মো. আলিফ মীম প্রধান পৌর শহরের ঘোষপাড়া মহল্লার বাসিন্দা আব্দুল মতিন প্রধান ও মমতাজ বেগমের সন্তান। আলিফ মীম প্রধানের এমন কৃতিত্ব পূর্ণ অর্জনে খুশি তাঁর পরিবার ও বন্ধুবান্ধনগণ। তাঁরা তাঁর উত্তোতর সাফল্য কামনা করেছেন।
গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ডা. আবিদ মো. আলিফ মীম প্রধান প্রতি মঙ্গলবার ও শুক্রবার আস্থা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন।
The post গোবিন্দগঞ্জের কৃতি সন্তান ডা. আলিফ মীমের এফসিপিএস ডিগ্রী অর্জন appeared first on গোবি খবর.