নুর হোসেন রেইন,সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধিঃ এই প্রথম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় সরকারি কলেজ গেট সংলগ্ন গড়ে উঠেছে একটি অনুদান মূলক মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান যার নামকরণ হয়েছে মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট (এমটিআই)-ম্যাটস। প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ২০১৫ সাল, যাহার প্রতিষ্ঠান কোডঃ ০২-৫০৩। অনেক দূর দূরান্ত থেকে আসা ছাত্র-ছাত্রী এখানে ভর্তি হয়েছে।গাইবান্ধা জেলার কথা চিন্তা করে স্বল্প খরচে লেখাপড়া করার সুযোগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল করার লক্ষ্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠান স্থাপন হয়েছে। ঢাকা কিংবা রংপুর বা বগুড়ায় এই কোর্স টি সম্পূর্ণ করতে গেলে অনেক ব্যয়বহুল খরচ হয়।
যা সাঘাটা-ফুলছড়ি মানুষের পক্ষে অনেকের ছেলেমেয়েকে পড়ানো সম্ভব হয় না, সেই তুলনায় এখানে খরচ অনেক কম এবং এখানে উপবৃত্তির ব্যবস্থা আছে, সকল ছাত্র-ছাত্রী উপবৃত্তি পায়। অনেকের লেখা পড়া করার ইচ্ছা আছে কিন্তু অর্থের কারণে ভালোভাবে লেখাপড়া করতে পারে না ডিপ্লোমা ইন মেডিকেল লেখাপড়া করার অনেকের শখ আছে কিন্তু সাধ্য নেই অনেক মেধাবী ছাত্র-ছাত্রী এই অর্থের কারণে ঝরে পড়ে যায় যাদের অনেক আসা ছিল পরিবারের হাল ধরার তারা এখন ঝরে পড়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পড়ালেখা করে সাফল্য পেয়েছেন বলে জানা গেছে।
The post সাঘাটার বোনারপাড়ায় মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট (এমটিআই)-ম্যাটস সাফল্য appeared first on গোবি খবর.