অনেকদিন ধরেই জড়িয়ে আছেন গানের সঙ্গে। স্টেজ শো করে বেড়ান দেশের নানা প্রান্তরে। তবে স্বপ্নটা সবসময়ই চলচ্চিত্রে গান করাকে ঘিরেই আবর্তিত হয়। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। প্রথমবারের মত চলচ্চিত্রে প্লেব্যাক করলেন তরুণ কণ্ঠশিল্পী তানিশা খান।
মিজানুর রহমান শামীম পরিচালিত ‘পতন’ চলচ্চিত্রে গাইলেন তিনি। এ গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক কামরুজ্জামান রাব্বি। সম্প্রতি গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে।
তানিশা জানান, গানটির শিরোনান ‘আঠারো হাজার মাখলুকাত’। এটি লিখেছেন ছবির পরিচালক মিজানুর রহমান শামীম। টিটন মামার সুরে গানের সংগীতায়োজন করেছেন সুজন আনসারী।
প্রথমবার চলচ্চিত্রে প্লেব্যাক প্রসঙ্গে তানিশা খান বলেন, ‘অবশেষে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। চলচ্চিত্রে গান করবো, এটা সবসময় চেয়েছি। খুব আনন্দ হচ্ছে। বেশি ভালো লাগছে এজন্য প্রথম প্লেব্যাকেই মনের মতো একটি গান পেয়েছি। আমি ফোক ধাঁচের গানগুলো গাইতে বেশি আনন্দ পাই।
‘পতন’ ছবির গানটি সেরকমই। সেখানে সঙ্গে ছিলেন আমার খুব প্রিয় রাব্বি ভাই। তার সঙ্গে গেয়ে সিনেমার যাত্রা শুরু হলো। আশা করছি দর্শক-শ্রোতাদের এ গানটি মুগ্ধ করবে।’
এই গানে সুযোগ পেয়ে ছবির পরিচালক, প্রযোজক এবং সংগীত পরিচালকসহ ‘পতন’ চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়া প্রত্যাশা করলেন তানিশা।
জানা গেছে, গঙ্গা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য ‘পতন’ চলচ্চিত্রে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক রুবেল, জামশেদ শামীম এবং শিরিন শিলা।
এলএ/জেআইএম