মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট পৌর শ্বশ্মন ও কালিমন্দিরের উন্নয়ন কাজ শুরু হয়েছে। বুধবার সকালে ধামইরহাট ফুটবল মাঠের পূর্ব পার্শে ঘুকসী খাড়ীর পশ্চিম পাশে ধামইরহাট পৌর শ্বশ্মন ও ফুটবল মাঠ সংলগ্ন নির্দয়া কালিমন্দিনের উন্নয়ন কাজ শুরু হয়েছে। জেলা পরিষদের ৩ লক্ষ টাকা অর্থায়ন এবং স্থানীয় ব্যবসায়ী সামু প্রসাদ সাহার স্বর্গীয় মাতার আত্মার সন্তুষ্টির জন্য আর্থিক সহায়তায় এসব কাজ শুরু হয়েছে। এসব উন্নয়ন কাজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ধামইরহাট পৌর শ্বশ্মনের সভাপতি সন্তোষ কুমার আগারওয়াল,সাধারণ সম্পাদক সুমন সাহা,বিকাশ চন্দ্র আচার্য্য,মোহন ভগত,মহেল পাল,রাজেন পাল,জয় সাহা,রাজেশ চৌধুরী,টেটা পাল,বাবু তেওয়ারী প্রমুখ।
The post ধামইরহাটে শ্বশ্মন ও কালিমন্দিরের উন্নয়ন কাজ শুরু appeared first on গোবি খবর.