মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

পুরোদমে ক্লাস চালু: মুখরিত স্কুল প্রাঙ্গণ

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। মাঝে সংক্রমণ কমে এলে সীমিত আকারে সশরীরে ক্লাস শুরু হয়। এবার দেশের সব স্কুলে পুরোদমে শুরু হলো ক্লাস।

মঙ্গলবার (১৫ মার্চ) থেকে সশরীরে শুরু হওয়া এ ক্লাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। করোনার সংক্রমণে দুই শতাংশের নিচে নেমে আসায় সোমবার (১৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।

ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা ছুটে আসেন। শত শত শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণায় মুখরিত হয় স্কুল প্রাঙ্গণ।

সরেজমিনে রাজধানীর আজিমপুরে ভিকারুননিসা নূন স্কুল, আজিমপুর গার্লস স্কুল, অগ্রণী বালিকা স্কুল ও উদয়ন স্কুল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে রাজধানীতে শুরু হয়েছে যানজট। শিক্ষার্থীদের চাপে স্কুল ও আশপাশের এলাকায় প্রকট যানজট দেখা দেয়। যানবাহন নিয়ন্ত্রণে সাত সকালে ট্রাফিক পুলিশকে দেখা যায় ব্যস্ত। কোনো কোনো অভিভাবককে স্কুলের আশপাশের বেকারি ও দোকান থেকে সন্তানদের জন্য টিফিন কিনতে দেখা যায়। ফলে এসব দোকানে বাড়ে বেচাকেনা।

পুরোদমে ক্লাস চালু: মুখরিত স্কুল প্রাঙ্গণ

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে একাধিক অভিভাবক জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। ফলে রাত থেকেই স্কুল ড্রেস, ব্যাগ, বই, খাতা-কলম গুছিয়ে রাখে সন্তানরা।

লালবাগের বাসিন্দা ভিকারুননিসা নূন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী নুসাইবা রহমানের মা লায়লা রহমান বলেন, এতোদিন সীমিত আকারে ক্লাস থাকায় সন্তানদের ঘুমাতে দেরি হতো। আজ থেকে স্কুল শুরু হওয়ায় রাতে দ্রুত ঘুমাতে যাওয়াসহ রুটিনে পরিবর্তন আনতে হচ্ছে।

তিনি জানান, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেয়ে ক্লাসে থাকবে। তাই টিফিন কিনে দিতে হয়েছে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমিত আয়ের মানুষের ওপর চাপ আরও বাড়বে বলে তিনি মনে করেন।

পুরোদমে ক্লাস চালু: মুখরিত স্কুল প্রাঙ্গণ

রাজধানীর জিগাতলার বাসিন্দা উদয়ন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মনজুরুল হোসেনের বাবা দেলোয়ার হোসেন বলেন, আজ থেকে নতুন এক যুদ্ধ শুরু হলো। সকালে স্কুলে দৌড়ানো, ছুটি শেষে বাসায় নিয়ে যাওয়া, সেখান থেকে কোচিংয়ে নেওয়া।

তবে সন্তানের কথা ভেবে এসব কষ্টকে পাত্তা দিচ্ছেন না তিনি। বলেন, কষ্ট হলেও সন্তানরা পড়াশুনা করে ভালো মানুষ হবে এটাই চাওয়া।

এমইউ/জেডএইচ/জেআইএম



Advertiser