সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : “ভোটার হয়ে ভোট দিবো, দেশ গড়ায় অংশ নিবো” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর সাপাহারে উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার (২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধার সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্বাচন অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সরকার, অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার গোলাম রাব্বানী প্রমুখ।এছাড়াও সেখানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন
The post সাপাহারে জাতীয় ভোটার দিবস পালিত appeared first on গোবি খবর.