রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব যোগদান কৃত ৪২ তম বিসিএস হেলথ ক্যাডারের ৮ জন কর্মকর্তাকে বরণ করে নেয়া হয়েছে। গত সোমবার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ বরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা গণ, অফিস স্টাফ বৃন্দ এবং নব যোগদানকৃত চিকিৎসক গণের সাথে আগত অতিথিরা উপস্থিত ছিলেন। নব যোগদানকৃতরা হলেন-ডা: ছালেহা খানম, ডা: অনিমিত সাহা, ডা: মিয়া মোহাম্মদ তাহমিদ হাসান, ডা: আব্দুর রহমান, ডা: মেহেদী হাসান, ডা: জান্নাতুল নাঈম, ডা: ছুমাইয়া মনিরা, ডা: ইসরাত জাহান।
The post সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট কর্মকর্তাকে বরণ appeared first on গোবি খবর.