শনিবার, ৫ মার্চ, ২০২২

ছুটির দিনে বইমেলায় সিসিমপুর দেখতে শিশুদের ভিড়

একুশে বইমেলায় শিশুপ্রহরে মূল আকর্ষণ সিসিমপুর। দিনের প্রথম প্রহরে আজ আনন্দ-উল্লাসে সিসিমপুর উপভোগ করেছে শিশুরা। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার শিশুদের জন্য এ আয়োজন করা হয় বইমেলায়।

শনিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় শিশুচত্ত্বরে শিশুদের জন্য অস্থায়ী মঞ্চ তৈরি করে শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর মঞ্চস্থ করা হয়।

jagonews24

মেলা ঘুরে দেখা গেছে, শিশুদের সবচেয়ে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। বইমেলায় আধাঘণ্টার এ অনুষ্ঠানে শতাধিক শিশু উপস্থিত ছিল। টুকটুকি, হালুম, সিকু, ইকলিদের সঙ্গে মেতে ওঠে মেলায় আগত শিশুরা। এসময় মঞ্চের চারপাশে অভিভাবকরা অবস্থান করে। মেলায় আসা শিশুরা নেচে-গেয়ে সিসিমপুর অনুষ্ঠান উপভোগ করে।

রাজধানীর ধানমন্ডি থেকে আসা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রিতা ভৌশিক বলেন, মেলায় এসেছি, সিসিমপুর দেখেছি। বেশ ভালো লাগছে। আগে টিভিতে দেখতাম। মেলায় এসে কাছ থেকে দেখতে খুব আনন্দ পেয়েছি।

jagonews24

বাবার সঙ্গে বইমেলায় আসা তেহজিব হাবিব সাহিত্য বলেন, সিসিমপুর দেখেছি। ওরা নাচলো, গাইলো। খুব ভালো লেগেছে। এখন বই দেখবো, ঘুরবো।

বনানী থেকে আসা একজন অভিভাবক জানান, বাচ্চারা সিসিমপুর খুব উপভোগ করেছে। তাদের আনন্দ দেখে আমাদেরও ভালো লেগেছে।

jagonews24

বইয়ের প্রতি শিশুদের আগ্রহ সৃষ্টিতে বইমেলায় সপ্তাহে দুদিন রাখা হয় শিশুপ্রহর। এসময়ে শিশুদের বিনোদনের জন্য সিসিমপুর অনুষ্ঠান রাখা হয়। ছুটির দিনগুলোতে বেলা সাড়ে ১১টা, দুপুর সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় সিসিমপুর মঞ্চস্থ করা হয়।

আরএসএম/এএএইচ/এএসএম



Advertiser