শুক্রবার, ৪ মার্চ, ২০২২

রাণীশংকৈল পৌরসভার আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী 

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন রাণীশংকৈল পৌরসভা। বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক।অতিথি হিসাবে বক্তব্য দেন, সাবেক সাংসদ ইয়াসিন আলী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের প্রমুখ।
এ ছাড়াও কাশিপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা আ’লীগ সহ- সভাপতি মুক্তার আলম মুক্তা, পৌর কাউন্সিলর মতিউর রহমান, রুহুল আমীন, জুয়েল রানা, আ’লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, রেজাউল করিমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদান সম্পর্কে বক্তব্য দেন।পরে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক।

The post রাণীশংকৈল পৌরসভার আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  appeared first on গোবি খবর.



Advertiser