অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি ও প্রাবন্ধিক ফারুক সুমনের ২টি বই। ঐতিহ্য প্রকাশনী থেকে নতুন কাব্যগ্রন্থ ‘বিরামচিহ্নের কান্না’ ও অন্যপ্রকাশ থেকে শিল্পবিষয়ক প্রবন্ধের বই ‘শিল্পের সারগাম’ প্রকাশিত হয়েছে।
বিরামচিহ্নের কান্না সম্পর্কে ফারুক সুমন বলেন, ‘দীর্ঘকবিতাগুলো আঙ্গিক বিবেচনায় ঈষৎ আলাদা। বিপর্যস্ত সময়ে ব্যক্তিমানুষের অন্তপুরের হাহাকার কবিতায় অনুরণিত হয়েছে। সেই সঙ্গে রয়েছে ‘কবিতা কম্পমান করুণ কান্তার’, ‘পাখিদের ঠোঁটে চমকিত মন’, ‘বিরামচিহ্নের কান্না’, ‘জীবনানন্দ নক্ষত্রমিথ’ এবং ‘যেভাবে হেঁটে যাই অনন্তের পথে’ শিরোনামে স্বতন্ত্রস্বরের কবিতা।’
বিরামচিহ্নের কান্না তার চতুর্থ কাব্যগ্রন্থ। এ সংকলনে মোট আটটি দীর্ঘকবিতা আছে। বইটির নান্দনিক প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী ধ্রুব এষ। দাম রাখা হয়েছে ১৩০ টাকা।
প্রবন্ধগ্রন্থ শিল্পের সারগাম সম্পর্কে লেখক বলেন, ‘শিল্প কী ও কেন, কখন-কীভাবে শিল্পোদয় হয়—এমন অন্তহীন চিরন্তন জিজ্ঞাসাগ্রন্থ ‘শিল্পের সারগাম’। সুললিত গদ্যে উঠে এসেছে শিল্পানুভবের বিচিত্র অন্দরমহল।’
বইটিতে মোট ১৪টি নানামাত্রিক প্রবন্ধ আছে। বইটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী ধ্রুব এষ। মূল্য রাখা হয়েছে ২৮০ টাকা।
এসইউ/জেআইএম