শুক্রবার, ৪ মার্চ, ২০২২

যাত্রীবাহী বাসে পরিত্যক্ত ৫ হাজার ইয়াবা উদ্ধার

রানা পাপুল,গাইবান্ধা প্রতিনিধি:ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কেরগাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গাড়ী চেকিংয়ের সময় একটি যাত্রীবাহী বাস থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ীর দুবলাগাড়ী এলাকায় এন এন ট্রাভেলস নামের ওই বাস থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বাসটি রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
পলাশবাড়ী থানা সূত্রে জানা যায়, উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই রাম চন্দ্র প্রামানিকসহ পুলিশ সদস্যরা মহাসড়কে গাড়ী চেকিং করছিলেন। রংপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এন এন ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস বিকেল ৫টার দিকে চেকিং করা হচ্ছিল। এসময় বাসটির সবশেষ আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তু পাওয়া যায়। স্কসটেপ দ্বারা মোড়ানো বস্তুটি খুলে ২৫টি প্যাকেটে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদ রানা বলেন, ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি ও যাত্রীবাহী বাসটি ছেড়ে দেওয়া হয়েছে। ইয়াবা ট্যাবলেটগুলো রংপুরে পাঠানো হবে বলেও জানান ওসি।

The post যাত্রীবাহী বাসে পরিত্যক্ত ৫ হাজার ইয়াবা উদ্ধার appeared first on গোবি খবর.



Advertiser