প্রেমিকাকে এড়িয়ে চলার উপায়
দুই বন্ধ আড্ডা দিচ্ছে। তখন একজন আরেকজনকে বলছে—
১ম বন্ধু: দোস্ত, আমার প্রেমিকা আমাকে খুবই প্যারা দেয় রে।
২য় বন্ধু: বাদ দিয়ে দে তাহলে।
১ম বন্ধু: কীভাবে বাদ দিব?
২য় বন্ধু: কয়েকদিন এড়িয়ে চল, এমনিতেই চলে যাবে।
১ম বন্ধু: কাউকে এড়িয়ে চলার সহজ উপায় কি?
২য় বন্ধু: টাকা ধার দে কিছু।
****
নিশ্বাস নিতে ভুলে গেলে
বাড়ির মালিক মারা গেছেন। চাকর হাউমাউ করে কাঁদছে। প্রতিবেশীরা এসেছে দেখতে। একজন চাকরকে জিজ্ঞেস করলেন—
প্রতিবেশী: কী হয়েছিল তোমার মালিকের?
চাকর: ভারি ভুলোমনা মানুষ ছিলেন তিনি। বোধ হয় গত রাতে নিশ্বাস নিতে ভুলে গেছিলেন।
****
অতীতের কথা ভুলে যান
এক লোক রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছে। ভিক্ষক এসে বারবার তার কাছে ভিক্ষা চাচ্ছে। একসময় লোকটি পকেট থেকে পাঁচ টাকা বের করে দিলেন সেই ভিক্ষককে। একটু পর সেই ভিক্ষুক আবার এলো।
পথচারী: আবার পাঁচ টাকা ভিক্ষা চাইছ! একটু আগেই না দিলাম।
ভিক্ষুক: স্যার, অতীতের কথা ভুইলা যান। অতীত নিয়া পইড়া আছেন বইলাই আজ আমাদের এই অবস্থা।
কেএসকে/এএসএম