শনিবার, ২৬ মার্চ, ২০২২

সাঘাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নুর হোসেন রেইন, সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে সকালে শহীদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় সাঘাটা উপজেলা নির্বাহি অফিসার সরদার মোস্তফা শাহিন, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি হায়দার আলী, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, বোনারপাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

দিবসটি উপলক্ষে এর আগে এলেক্ট্রিশিয়ান কর্মচারী ও শ্রমিক ইউনিয়ন একটি রেলি বের করে।রেলিটি বোনারপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌ-মাথা বটতলায় পথসভা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।

The post সাঘাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন appeared first on গোবি খবর.



Advertiser