বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের চেয়ারে বসলেন বজলুর

সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে কর্মস্থলে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ মার্চ) তিনি এ পদে যোগ দিলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মো. বজলুর রহমানকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আইন মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ গোলাম মাহবুবের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো।

এই নিয়োগের ফলে বর্তমান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্থলাভিষিক্ত হলেন বজলুর রহমান।

এফএইচ/এমকেআর/এএসএম



Advertiser