রবিবার, ১৩ মার্চ, ২০২২

মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জয় মহন্ত অলক,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বি এন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই দ্রব্যমূল্যের বিষয়ে যে সমস্যা গোটা বাংলাদেশে তৈরি হয়েছে একটা বিস্ফোরণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এবং প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল-ডাল-তেল-লবণ, চিনি থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি জিনিসের দাম যে হারে বেড়েছে তাতে মানুষ কাঁদে ।

সাধারণ মানুষ, নিম্নবিত্তের মানুষ, মধ্যবিত্তের মানুষ তারা হিমশিম খাচ্ছে বলা যেতে পারে অসহায় অবস্থায় পড়েছে।রবিবার সকালে ঠাকুরগাঁও পৌরশহরের কালীবাড়ি এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেনএটার জন্য আমরা সবসময় বলেছি যে সরকারের উদাসীনতা সরকারের ব্যর্থতা এবং চরম ব্যর্থতা এর জন্য দায়ী। দু একজন মন্ত্রী বলেছেন দ্রব্যমূল্যের সাথে বিএনপি নাকি জড়িত এবং তারা আমার নাম বলেছেন আমি তো নিজেই ব্যবসার সাথে জড়িত নয় আমি শিক্ষক ছিলাম ।
তাহলে উনারা সরকারে আছেন কেন? এখনো যদি বিএনপি এসব নিয়ন্ত্রণ করতে পারে তাহলে উনারা সরকারে কেন আছেন রিজাইন দিয়ে দেওয়া উচিত।ফখরুল আরো বলেন তাহলে বিএনপি’র হাতে পাওয়ার দিয়ে দেখেন তারা নিয়ন্ত্রণ করতে পারে কিনা। এই ধরনের কথাবার্তা বলে তারা এই সমস্যাটাকে আরো একটা হাস্যকর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেটা জনগণের প্রতি একটা তামাশা করা হচ্ছে।
মানুষ না বিশ্বাস করছে খেতে পারছে না সাধারণ মানুষ চাল ডাল লবণ কিনতে পারছে না হাস্যকর কথা উদ্ভট কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে।
আমরা আগেও বলেছি সমস্যাটা হচ্ছে এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় যেহেতু তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই সেই একই কারণে সেই কারণেই তারা এই ধরনের কথাবার্তা বলার সাহস করে ।
মানুষের সঙ্গে মশকরা এটা ঠিক নয় আজকে সরকারের চরম ব্যর্থতা এই ব্যর্থতার দায়ভার নিয়ে তাদেরকে এখনই পদত্যাগ করা উচিত এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশনের উপর নির্বাচন করা উচিত বলে আমি বিশ্বাস করি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অন্যান্য নেতাকর্মীরা।

The post মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল appeared first on গোবি খবর.



Advertiser