রবিবার, ১৩ মার্চ, ২০২২

কটকা ট্র্যাজেডিতে হারানো শিক্ষার্থীদের স্মরণে খুবি

আজ ১৩ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হচ্ছে। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের দুজন শিক্ষার্থী সমুদ্রে তলিয়ে প্রাণ হারান।

সেই থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাদের স্মরণে নির্মিত হয়েছে কটকা স্মৃতিসৌধও। এরই ধারাবাহিকতায় রোববার সকালে উপাচার্য ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে হাদী চত্বর থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে উপাচার্য শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

kh-(2).jpg

এ বছরের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা ও প্রদর্শনীর উদ্বোধন। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, এতিমদের সঙ্গে মধ্যাহ্নভোজ, সন্ধ্যা পৌনে ৭টায় প্রদীপ প্রজ্বলন এবং সন্ধ্যা ৭টায় আর্কিটেকচার ডিসিপ্লিনের আয়োজনে শোকসভা ও স্মৃতিচারণ।

কটকা ট্রাজেডিতে মারা যাওয়া খুবরি ৯ শিক্ষার্থী হলেন- আরনাজ রিফাত রূপা, মো. মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মো. কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মো. আশরাফুজ্জামান, মো. তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দুজন ছাত্রের নাম সামিউল ও শাকিল।

এসজে/এমএস



Advertiser