করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর থেকে একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে। এরমধ্যে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছে ‘মিশন এক্সট্রিম’ ও ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ ২’। দুটি সিনেমা বেশ ভালো দর্শক টেনেছে। এই ধারাবাহিকতায় আগামী ১১ মার্চ একসঙ্গে তিনটি সিনেমা মুক্তির ঘোষণা এসেছে।
সিনেমাগুলো হলো- গুনিন, শিমু ও অগ্নিবীণা।
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘গুণিন’। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয় ও বিয়ে। বর্তমানে বাস্তব জীবনের এই জুটি সন্তানের অপেক্ষায় দিন গুনছেন।
এই সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে সিনেমার গল্প। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেইসঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ওটিটি প্লাটফর্ম চরকি।
এদিকে শ্রমিক নেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত চলচ্চিত্র ‘শিমু’। এটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। নির্মাতা জানান, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে ছবিতে।
‘শিমু’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী। বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডিয়া ব্যানারে নির্মিত হয়েছে শিমু ছবিটি।
‘শিমু’ ছবিটি প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ সাভার, গাজীপুর এবং রাজশাহীর সিনেমা হলে।
দুই ছবির সঙ্গে হলে আসছে শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমা ‘অগ্নিবীণা’ও। নাসরিন জাহান অনন্যা পরিচালিত সিনেমার কাহিনি ও সংলাপ করেছেন শামীম আহমেদ রনি। গতকাল প্রযোজনা সংস্থার অফিসিয়াল ফেসবুকে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে দেখা গেছে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণাকে।
‘অগ্নিবীণা’ সিনেমার প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার নির্বাহী প্রযোজক অপূর্ব রায় ছবিটির মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অগ্নিবীণা’ অন্য রকমের গল্পের সিনেমা। বাংলাদেশের শিল্পীদের থেকে ভারতের শিল্পী বেশি নেওয়া হয়েছে গল্পের প্রয়োজনে। বর্তমানে দর্শক চাহিদা মাথা রেখে ছবিটি বানানো হয়েছে। দেশের সবগুলো সিনেপ্লেক্সসহ ভালো সিনেমা হলগুলোতে মুক্তি পাবে ছবিটি।
গুণিন, অগ্নিবীণা ও শিমুর পাশাপাশি এই সপ্তাহে বেশ কিছু হলে চলবে বাপ্পি-অপু জুটির ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ ২ এবং রোশান-পরীমনি ও মোশাররফ করিমের ‘মুখোশ’ সিনেমা দুটিও।
এমআই/এলএ/জিকেএস