সোমবার, ৭ মার্চ, ২০২২

বরগুনায় পিকআপচাপায় প্রাণ গেলো মা-ছেলের

বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে পিকআপের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে চুনাখালী কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুননাহার বেগম (৪০) ও তার ছেলে মো. রাকিব (১৬)।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে নূরজাহান বেগম পায়ে হেঁটে ভাই কুদ্দুস পাহলানের বাড়িতে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক ও পিকআপ ওভারটেক করছিল। এ সময় পিকআপের চাপায় ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মা-ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসি। পিকআপটিও থানায় আনা হয়েছে। পরে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া চালককে আটক করি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এসজে/জিকেএস



Advertiser