দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের কোনো প্রভাব পড়েনি বিভাগীয় শহর রংপুরে। স্বাভাবিক রয়েছে সবকিছু। নগরীর সকল প্রকার দোকান, মার্কেট খুলেছে। সড়কে চলছে যানবাহন।
সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, মর্ডান, কাচারি বাজার, ধাপ এলাকা ঘুরে দেখা যায়, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তজেলা রুটে বাস চলাচল করছে। সেই সঙ্গে কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্ট থেকে দূরপাল্লার বাসও চলছে।
তবে সকাল সাড়ে ১০টার দিকে নগরীর প্রেসক্লাব এলাকা থেকে বাম জোটের নেতা আব্দুল কুদ্দুস, মমিনুল ইসলাম, রাতুল ও তিতুর নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। মিছিলটি শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্কাবস্থানে থাকতে দেখা গিয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হোসেন আলী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
জিতু কবীর/এফএ/জিকেএস