রবিবার, ২৭ মার্চ, ২০২২

সাঘাটায় কোরআন শরীফ ও ইসলামিক বই বিতরণ

নুর হোসেন রেইন,সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধিঃ অর্থ আমাদের লক্ষ্য নয় সেবাই আমাদের মূল লক্ষ্য এসো সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করি। এই প্রতিপাদ্য কে সামনে রেখে এক যুগ পূর্তিতে গাইবান্ধার সাঘাটা উন্নয়ন সংস্থার আয়োজনে সাঘটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় ৫ শত কোরআন শরিফ ও ইসলামি বই বিতরণ কর হয়েছে। শনিবার (২৬ মার্চ) সাঘাটা আধুনিক ডাক বাংলোর হল রুমে এ উপলক্ষে এক আলচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কামরুজ্জামান সোহাগ,

সিনিয়ন উপদেষ্টা, সাঘাটা উন্নয়ন সংস্থা ও সাংবাদিক,যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন রানার সঞ্চালনায়,সাঘাটা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহমিদুল ইসলাম রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, ,উপদেষ্টা আমিনুল ইসলাম সিদ্দিক,মথরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আলম সরকার,সাঘাটা উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও সাংবাদিক আবু তাহের, প্রোপ্রাইটর মেসার্স আতিয়া ট্রেডার্সএর হিমেল মন্ডল,উপদেষ্টা কাউসার,এস এম মিজানুর রহমান মৃদুল,সাংবাদিক নুর হোসেন রেইন,

জাকিরুল ইসলাম জাকির,জিল্লুর রহমান,মশিউর রহমান, সংস্থার দপ্তর সম্পাদক মেহেদি হাসান,মনির,আশিকুর রাহমান জয় বিলাশ,মারুফ,জোহা,আতিকুর,দিপু,সাব্বির,ওভি,আরাফাত,নাজমুল,আরিফ,মানিক,শাহীন আলম,রবিউল,হাফেজ মওলানা আল আমিন,আবু বক্কর সিদ্দিক ও আরো অনেকে।

The post সাঘাটায় কোরআন শরীফ ও ইসলামিক বই বিতরণ appeared first on গোবি খবর.



Advertiser