রবিবার, ২৭ মার্চ, ২০২২

প্রবাসীদের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করার আহ্বান

শাহ সুহেল আহমদ, ফ্রান্স (প্যারিস) থেকে

প্রবাসী বাংলাদেশিদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে কাজ করার আহ্বান জানিয়ে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেছেন, দেশের স্বার্থবিরোধী কর্মকান্ডের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শনিবার সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে প্যারিস দূতাবাসে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতাকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সকালে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করেন। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।

এরপর জাতির পিতা পরিবার ও মুক্তিযুদ্ধের শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শহিদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে দূতাবাসের কর্মকর্তারা দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন। আলোচনা অনুষ্ঠানে আলোচকরা ‘সুবর্ণজয়ন্তী পেরিয়ে স্বাধীনতা ও বাংলাদেশের উন্নয়ন অভিষ্ট’ বিষয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত তালহা তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের মুক্তি সংগ্রামে তার অসামান্য ও কালজয়ী নেতৃত্বের কথা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে বাংলাদেশের বিগত এক দশকের উন্নয়ন চিত্র তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ আজ রূপকল্প-২০২১ বাস্তবায়নের মধ্য দিয়ে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে যার ফলে বাংলাদেশ বিশ্বের বুকে আজ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে সুপরিচিত হবার সম্মান লাভ করেছে। এ সময় তিনি রূপকল্প-২০৪১ বাস্তবায়নে প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রদূত এক ভিডিও বার্তার মাধ্যমে ফ্রান্স প্রবাসী সকল বাংলাদেশিদের শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূতের বার্তাটি দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে সম্প্রচার করা হয়। শেষ পর্বে স্থানীয় শিল্পী ও কলাকৌশলীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এমআরএম/এমএস



Advertiser