শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

'বাহুবলী' পরিচালকের সিনেমায় আল্লু অর্জুন

এস এস রাজামৌলি ভারতের অন্যতম জনপ্রিয় পরিচালক। বিশেষ করে বাহুবলী ফ্র্যাঞ্চাইজির পর ব্যাপক সাফল্যের দেখা পেয়েছেন তিনি। সিনেমা জগতে অনেক হিট হিট সিনেমা উপহার দিয়েছেন।

বর্তমানে তিনি রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত 'আরআরআর'র মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন৷

'আরআরআর'র পর তিনি মহেশ বাবুর সঙ্গে জঙ্গল অ্যাডভেঞ্চারে কাজ করবেন। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, রাজামৌলি আল্লু অর্জুনের সাথে একটি ছবিতেও কাজ করবেন বলে জানা গেছে।

বলিউ হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, রাজামৌলি এবং তার বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ তাদের পরবর্তী বিগ বাজেটের সিনেমার জন্য আল্লু অর্জুনের সাথে একটি কথোপকথন শুরু করেছেন।

সব ঠিক থাকলে প্রথমবারের মতো তিনি আল্লু অর্জুনের সঙ্গে কাজ করবেন।

সিনেমাটির শুটিং আগামী বছরে শুরু হবে বলে আশা করা হচ্ছে। শুটিং শেষ করতে দেড় বছর সময় লাগবে।

এলএ/এমএস



Advertiser