দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুকনো মরিচ আমদানি শুরু হয়েছে। চলতি মাসের ১৬ তারিখ থেকে ভারতের অন্ধ্র প্রদেশ থেকে বগুড়ার ‘রুবেল এন্টারপ্রাইজ’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান মরিচ আমদানি শুরু করে। এর আগে বেশ কিছুদিন ধরে এই বন্দর দিয়ে শুকনো মরিচ আমদানি বন্ধ ছিল।
হিলি কাস্টমসের জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাব মল্লিকের দেওয়া তথ্যমতে, চলতি মাসের ১৬ তারিখ থেকে ভারতের অন্ধ্র প্রদেশ থেকে শুকনো মরিচ আমদানি করা হচ্ছে। কয়েকদিনে ভারতীয় ৮টি ট্রাকে ১৬৪ মেট্রিক টন শুকনো মরিচ আমদানি হয়েছে। বেশি করে আমদানি করার জন্য আমদানিকারকদের সব সুবিধাই প্রদান করা হচ্ছে।
আমদানিকারক প্রতিষ্ঠানের দেওয়া তথ্যমতে, ভারত থেকে আসা শুকনো মরিচগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তবে দেশের বাজারে প্রচুর পরিমাণ শুকনো মরিচের চাহিদা রয়েছে। সেই তুলনায় আমদানি অনেক কম হচ্ছে।
হিলি বাজারের কাঁচামালের আড়তদার শাকিল হোসেন জাগো নিউজকে বলেন, হিলিতে প্রতি কেজি শুকনো মরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। সামনে রমজান মাস। বাজারে শুকনো মরিচের চাহিদা অনেক। আমদানি করা মরিচগুলো মানের দিক দিয়ে অনেক ভালো।
আমদানিকারক খায়রুল আলম বলেন, রমজান মাসকে ঘিরে দেশের বাজারে শুকনো মরিচের চাহিদা থাকায় ভারতের অন্ধ্র প্রদেশ থেকে এসব মরিচ আমদানি করা হচ্ছে। আমদানিকৃত এসব মরিচ হিলি স্থলবন্দর থেকে ছাড়করণ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। তবে চাহিদার তুলনায় আমদানির পরিমাণ অনেক কম।
হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি মাসের ১৬, ২১, ২৭ ও ২৮ তারিখে ভারতীয় ৮টি ট্রাকে ১৬৪ মেট্রিক টন শুকনো মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
মাহাবুর রহমান/এফএ/এমএস