শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে শহরের মল্লিকপুর এলাকার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নাম ওয়াসিম দাস (৩০)। তিনি জগন্নাথপুর উপজেলা ভবানীপুর গ্রামের সর্বা দাসের ছেলে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

jagonews24

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সুনামগঞ্জের নতুন বাসস্ট্যান্ড এলাকায় নীলাদ্রি পরিবহনের একটি বাস সিলেট যাওয়ার জন্য স্টার্ট দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা তিন পথচারীকে চাপা  দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিম দাসকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বাসচাপায় একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস



Advertiser